[১] রমজানের শেষ দশক উপলক্ষে আল আজহার মসজিদে তারাবি ও তাহাজ্জুদ আদায়

আমাদের সময় প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৮:৫৪

মিশরের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, রমজান মাসের শেষ দশক তথা বাকি দিনগুলোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মসজিদে তারাবি ও তাহাজ্জুদ নামাজ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবারে এই ঘোষণা দিয়ে তার বাস্তবায়ণ শুরু করেছে আল আজহার কর্তৃপক্ষ। আল আরাবিয়া আল-আরবিয়া ডটকমের বরাত দিয়ে আল-আজহারের এক বিবৃতিতে জানানো হয়েছে, তারাবি ও তাহাজ্জুদ নামাজে সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু মসজিদ কমিটি এবং আল আজহারের আলেমরা জামাতে অংশ গ্রহণ করবেন। আধ্যাত্মিক পরিবেশ পরিবেশ ছড়িয়ে দিতে এই নামাজ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারে প্রচার করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও